২০২০-২০২১ বাজেট 

২০২০-২১ সালের নতুন বাজেটে সরকার আবার বৃদ্ধি করেছে মোবাইল ফোন সেবার কর। এবার বৃদ্ধি হয়েছে সম্পুরক শুল্ক ৫% থেকে ১৫%। এর ফলে বর্তমানে গ্রাহক তার সিমে ১০০ টাকা রিচার্জে সরকারকে দিতে হবে ৩৩ টাকা ২৫ পয়সা।


বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২০-২১ এর বাজেট ঘোষণা করেন।  এবং এই বাজেটে মোবাইল সেবার উপর এই কর বৃদ্ধির ঘোষনা দেন তিনি। এরপরপরই প্রস্তাব অনুসারে কার্যক্রম শুরু হয়। যার ফলাফল দেখে যায় মধ্যরাত থেকেই।

বর্তমান বাজেট ঘোষণার আগে প্রতি ১০০ টাকা রিচার্জ করলে সরকার নিতো ২৭ টাকা ৫০ পয়সা। তবে এই ভ্যাট সিম অপারেটর গুলো নিজেরাই বহন করতেন। কিন্তু এখন যদি এই শুল্ক এর পরিমান অপারেটর না নিতে চান তাহলে খরচ এর খাতায় নাম উথবে গ্রাহকদের।

নতুন করহারে মোবাইল ফোন সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর ১৫%, সম্পূরক শুল্ক ১৫% ও সারচার্জ ১ % করে বর্তমানে সর্বোমোট কর দাঁড়িয়েছে ৩৩.৫৭ % ।